রয়্যাল পয়েন্ট হচ্ছে একটি লোয়াল্টি প্রোগ্রাম যেখানে আপনি বিভিন্ন উপায়ে পয়েন্ট সংগ্রহ করতে পারবেন।
রয়্যাল পয়েন্ট দিয়ে RoyalFruitz.com এ সব ধরনের পণ্য ক্রয় করতে পারবেন।
*** ৩ ভাবে রয়্যাল পয়েন্ট সংগ্রহ করা যাবে
১। পণ্য ক্রয় করার মাধ্যমে(প্রতি ১০০ টাকার জন্য ৪ রয়্যাল পয়েন্ট )
২। বন্ধুকে রেফার করার মাধ্যমে (৫০ রয়্যাল পয়েন্ট )
৩। পণ্যের রিভিও এবং রেটিং দেওয়ার মাধ্যমে (১০ রয়্যাল পয়েন্ট )
*** রয়্যাল পয়েন্টের মূল্য, প্রতি ১ রয়্যাল পয়েন্ট ১ টাকার সমান।
*** কিভাবে রয়্যাল পয়েন্ট দিয়ে পণ্য ক্রয় করা যাবে?
পয়েন্ট জমে যখন ৫০, ১০০, ১৫০ বা ২০০ হলে উক্ত পয়েন্টকে ৫০ টাকা, ১০০ টাকা, ১৫০ টাকা বা ২০০ টাকার কুপনে কনভার্ট করে সেই কুপন ব্যবহার করতে পারবেন।
Frequently Asked Questions
১। রয়্যাল পয়েন্ট কি?
রয়্যাল পয়েন্ট হচ্ছে একটি লোয়াল্টি প্রোগ্রাম যেখানে আপনি বিভিন্ন উপায়ে পয়েন্ট সংগ্রহ করতে পারবেন। রয়্যাল পয়েন্ট দিয়ে RoyalFruitz.com এ সব ধরনের পণ্য ক্রয় করতে পারবেন।
২। কি কি উপায়ে রয়্যাল পয়েন্ট অর্জন করা যায়?
- বন্ধুকে রেফার করলে ৫০ পয়েন্ট পাওয়া যায়।
- পণ্য ক্রয় করলে প্রতি ১০০ টাকায় ৪ পয়েন্ট, অর্ডার স্ট্যাটাস অবশ্যই কমপ্লিট হতে হবে।
- পণ্য রেটিং এবং রিভিও দিলে( সর্বনিম্ন ২০ শব্দ) ১০ পয়েন্ট পাওয়া যায়।
৩। রয়্যাল পয়েন্ট পাওয়ার জন্য কি কোন শর্ত আছে?
রয়্যাল পয়েন্ট পাওয়ার জন্য অবশ্যই RoyalFruitz.com এ একাউন্ট থাকতে হবে।
৪। অর্জিত পয়েন্টের মান কত?
অর্জিত পয়েন্ট টাকার সমান, অর্থাৎ ১ পয়েন্ট ১ টাকার সমান। যদি আপনার একাউন্টে ৫০ পয়েন্ট জামা হয় তাহলে তা ৫০ টাকার সমান।
শর্ত সমূহঃ
১। রয়্যাল ফ্রুটজ কর্তিপক্ষ যে কোন অসুদউপায়ে অর্জিত পয়েন্ট বাতিল সহ একাউন্টটি নিষিদ্ধ করার অধিকার সংরক্ষণ করে।
২। অর্ডার করা পণ্য যদি ফেরত হয় তাহলে উক্ত অর্ডারে যে পয়েন্ট হবে তা বাতিল বলে গণ্য হবে
৩। রিভিল লেখার পর রিভিওটি পয়েন্ট পাওয়ার যোগ্য কিনা তা রয়্যাল ফ্রুটজ কর্তৃপক্ষের যাচাই করে দেখবে।
আপনার দেওয়া রিভিও যদি উপযুক্ত মনে হয় ফ্রুটজ কর্তৃপক্ষের কাছে তাহলে প্রতি প্রতি রিভিওর জন্য ১০ পয়েন্ট আপনার একাউন্টে যোগ হবে।
৪। একই রিভিও বিভিন্ন পণ্যে কপিপেস্ট করা অথবা পণ্যের সাথে সম্পর্কিত নয় এমন রিভিও পয়েন্ট পাওয়ার যোগ্য নয় বলে বিবেচিত হবে।
৪। আপনার অর্ডারটি ডেলিভারি হওয়ার পর যখন অর্ডার স্ট্যাটাস কমপ্লিট হবে তখন আপনার একাউন্টে রয়্যাল পয়েন্ট যোগ হবে।
৫। আপনার একাউন্টে জমা হওয়া পয়েন্ট ক্যাশ টাকাতে উত্তলন করতে পারবেন না। পয়েন্ট দিয়ে RoyalFruitz.com ওয়েবসাইট থেকে পণ্য ক্রয় করতে পারবেন।